এস এম মনিরুজ্জামানঃবাগেরহাট জেলার- মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) প্রণব কুমার রায়কে ষ্ট্যান্ড রিলিজ করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রনালয়ের উপসচিব মুহাম্মদ আব্দুল লতিফ স্বাক্ষরিত নিয়োগ সংক্রান্ত এক বদলি আদেশে এ তথ্য জানানো হয়েছে। গত ৩০ জানুয়ারী সংশ্লিষ্ট দপ্তর থেকে বদলির এ আদেশ কপি ইস্যু করা হলেও মঙ্গলবার সকালে তা হাতে পায় মোংলা বন্দর কর্তৃপক্ষ। এদিকে মোংলা বন্দরের ইতিহাসে এই প্রথম কোন কর্মকর্তাকে ষ্ট্যান্ড রিলিজের রেকর্ড হয়েছে বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষ। তবে, কি কারনে এই কর্মকর্তাকে ষ্ট্যান্ড রিলিজ করা হয়েছে তা জানাতে পারেনি বন্দরের কোন কর্মকর্তা।
জনপ্রশাসন মন্ত্রনালয়ের বদলি আদেশ কপিতে প্রণব কুমার রায়কে আগামী ১০ জানুয়ারীর মধ্যে বদলিকৃত কর্মস্থল বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের অধীনস্থ বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অর্থ উপদেষ্টা হিসেবে যোগদানের কথা উল্লেখ করা হয়েছে।
Discussion about this post