মোঃ হযরত বেল্লালঃগাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন হাট-বাজারের দোকানঘর অভিনব উপায়ে চুরির হিড়িক পড়েছে। গত এক সপ্তাহের ব্যবধানে উপজেলা শোভাগঞ্জ হাট, গংসারহাট ও বেলকা সরদারের বাজারে কমপক্ষে ৬টি দোকানঘর চুরি হয়েছে। দোকান মালিক ও স্থানীয়দের নিকট থেকে জানা গেছে, সোমবার দিবাগত রাতে উপজেলার গংসারহাট ও বেলকা সরদারের বাজারে ৩টি দোকানঘর চুরি হয়। এর মধ্যে গংসারহাট বাজারের ছামিউল ইসলাম ও মাইদুল ইসলামের কাপড়ের দোকানঘর এবং সরদারের বাজারের নজরুল ইসলামের কাপড়ের দোকানঘর চুরি হয়। স্থানীয়রা জানান, মাইক্রোবাস যোগে ৬ হতে ৭ জনের একটি টিম রাত ১২ টার পর সংসারহাট বাজার হতে বেলকা সরদারের বাজারে দিকে চলে যায়। এর কিছুক্ষণ পরই দোকানঘর চুরি হওয়ার সংবাদ ছড়িয়ে পড়ে। অনেকের ধারণা মাইক্রোবাসে করে চোরেরা এসে দোকানঘরের তালা কেটে প্রবেশ করে মালামাল নিয়ে যায়। এর আগে রোববার দিবাগত রাতে শোভাগঞ্জ বাজারের ৩টি দোকান চুরি হয়। ওসি এসএম আব্দুস সোবহান জানান, হাট-বাজারের পাহারাদারদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এমনকি অভিনব উপায়ে চুরির বিষয়ে তদন্ত চলছে।
Discussion about this post