বিশেষ প্রতিনিধিঃলবণপট্টির পর এবার হাবিব গলিতে উচ্ছেদ অভিযান চালিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। (বুধবার) সকাল ৯ টায় মাঝিরঘাটের লোহার গেট সংলগ্ন হাবিব গলিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উচ্ছেদ কার্যক্রমের সমন্বয়ক নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম। এ সময় কর্ণফুলীর খাস জায়গা দখল করে হাবিব গ্রুপের অবৈধ রাজত্ব ভেঙে গুঁড়িয়ে দেয় উচ্ছেদকারী দল। অবমুক্ত করা হয় হাবিব গ্রুপের দখলে থাকা প্রায় ১৪ ফুট জমি। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম জানান, ‘কর্ণফুলীর পাড় দখল করে লবণপট্টির পাশেই অবৈধভাবে গড়ে উঠেছিল হাবিব গ্রুপের এ অবৈধ রাজত্ব। (বুধবার) কর্ণফুলীকে অবমুক্ত করতে দিনব্যাপী অভিযান চালানো হয় হাবিব গলিতে। ৪০ টির মতো স্থাপনা গুঁড়িয়ে দিয়ে উদ্ধার করা হয় আরো এক একর জায়গা। সব মিলিয়ে ১৪০টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়ে ৫ একর জায়গা উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সকাল থেকে আবার উচ্ছেদ অভিযান শুরু ’। উচ্ছেদ অভিযানে জেলা প্রশাসনসহ সর্বমোট ১০টি সংস্থা কাজ করেছে। সংস্থাগুলো হলো চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, সিডিএ, ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিএ, বিদ্যুৎ বিভাগ, কর্ণফুলী গ্যাস, টিএন্ডটি ও পরিবেশ। নিরাপত্তায় নিয়োজিত ছিলো শতাধিক পুলিশ ও র্যব সদস্য।
Discussion about this post