৭১ বাংলাদেশ প্রতিবেদক ঃ চট্রগ্রাম কর্ণফুলী থানাধীন্সত ৯ নাং ওয়ার্ড , তমিজ চেয়ারম্যান বাড়ির উত্তর পাশে , লক্ষার চর গ্রামে বিদূৎ না পাওয়ার কারনে বিদূৎ বিহীন বসবাস করছে ২০ টি বসত বাড়ির বাসিন্দা জৈনিক এলাকাবাসি জানান বিদূৎতের খুটি তাহাদের বসতবাড়ি থেকে মাএ ৬০০ গজ দুরে , এলাকাবাসি জানান তাহারা কয়েক বার বিদূৎ অফিসে যোগাযোগ করলে জৈনিক বিদূৎ কর্মকতা ঘর প্রতি ৫০০০/০০ ( পাঁচ হাজার) টাকা ঘুস দাবি করে আসছেন , স্হানিয় বাসিন্দারা টাকা দিতে না পারায় এখনো অন্দ্যকারে বসবাস করে আসছে বলে জানাগেছে , স্হানিয় বাসিন্দা নুরু ড্রাইবার জানান ঘুস দিব না , প্রয়োজনে বিদূৎ বিহীন বসবাস করবো তিনি আরো বলেন আমাদের এলাকার চার পাশে বিদূৎ থাকলে ও আমরা এলাকাবাসি কয়েক যুগ ধরে এখনো বিদূৎ পাইনি , সূএ জানায় গরিব এলাকার বাসিন্দা বলে তাদের অবহেলা করছে বিদূৎ কর্মকতা বৃন্দ ।
Discussion about this post