নগরীর হালিশহর এলাকায় গ্যাসের প্রধান লাইন কেটে যাওয়ায় নগরের অধিকাংশ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। শনিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে দক্ষিণ হালিশহর আকমল আলী রোড এলাকায় খাল খনন করার সময় গ্যাসের প্রধান লাইনটি কাটা পড়ে। এতে নগরের অধিকাংশ সিএনজি স্টেশন ও বাসা বাড়িতে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এতে তীব্র ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে। সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় নগরের সিএনজি স্টেশনে বিভিন্ন পরিবহনের দীর্ঘ লাইন সৃষ্টি হয়েছে। এদিকে সন্ধ্যা ৭টার দিকে গ্যাসের লাইনটি কাটা যাওয়ার পর সংস্কারের কাজ শুরু হয়েছে। গ্যাসের লাইন মেরামত করতে রোববার(১৭ ফেব্রুয়ারি) রাত পর্যন্ত সময় লাগবে বলে জানিয়েছেন কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিভিশন কোম্পানির কর্মকর্তা জিল্লুর রহমান।
Discussion about this post