৭১ বাংলাদেশ নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ডিবি পুলিশের এসআই মিজানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী মামুদুর রহমান নয়ন (৩২) কে ১১০ পিচ নেশার ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে। সে নওগাঁ সদর উপজেলার বোয়ালিয়া মধ্যপাড়ার আব্দুস সামাদের ছেলে। শনিবার রাত ৮টায় নওগাঁ সদর উপজেলার বোয়ালিয়া উত্তরপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। সে দির্ঘ্যদিন যাবৎ এলাকায় মাদক ব্যাবসা চালিয়ে আসছিলো। নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম সামছুদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিত্বে ডিবি পুলিশের সদস্যরা শানবার রাত সাড়ে ৮টায় অভিযান পরিচালনা করে। সদর উপজেলার বোয়ালিয়া উত্তরপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।তার বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।
Discussion about this post