বাঁশখালীর আলোচিত চাঞ্চল্যকর ১১ হত্যা মামলার অন্যতম আসামি, দুর্ধর্ষ ডাকাত জসিম উদ্দিনকে (৩৮) জনতা গণপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করেছে।
শুক্রবার (১৬ মার্চ) সকাল সাড়ে নয়টায় বাঁশখালীর দুংরা এলাকার রায়ছটা গ্রামে এ ঘটনা ঘটে।
জসিম ওই এলাকার আব্দুস শুক্কুরের ছেলে। তার বিরুদ্ধে ৮টি ডাকাতি মামলাও রয়েছে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাউদ্দিন বলেন, ‘পলাতক এই আসামি এক বছর আগে বিদেশ থেকে আসে। সে বিদেশে প্রায় পাঁচ বছর ছিল। দেশে এসে এক বছর আত্মগোপনে থাকার পর শুক্রবার সকালে দুংরা এলাকায় জনতা দেখতে পেয়ে গণপিটুনি দেয়। পরে পুলিশকে খবর দিলে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার পর থানা হাজতে রাখা হয়েছে।্