শারমিন আক্তার ফেনী: ফেনীতে কবি আল মাহমুদের স্মরণ সভা অনুষ্ঠিত বুধবার বিকাল ৪টায় পানকৌড়ি প্রকাশন ফেনীর উদ্যোগে স্থানীয় একটি চাইনিজ রেস্টুরেন্টে কবি আল মাহমুদের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জাতীয় কবিতা পরিষদ ফেনী জেলা সভাপতি কবি মুহাম্মদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে, পানকৌড়ি প্রকাশন ফেনীর স্বত্বাধিকারী কবি হেলাল শাহাদাতের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, কবি, গীতিকার ও সুরকার অধ্যাপক রফিক রহমান ভূঞা। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া বিশ^বিদ্যালয় কলেজের বাংলা বিভাগের অধ্যাপক মেহেদী হাসান রাজু, কবি ইকবাল আলম প্রমুখ। বক্তব্য রাখেন কবি ও শিক্ষাবিদ আবদুল ওয়াদুদ, উপাধ্যক্ষ এস. এম. মাছুম বিল্লাহ প্রমুখ। কবি আল মাহমুদের কবিতা থেকে আবৃত্তি করেন কবি ফজলুল মল্লিক ও কবি স্বাধীন মুরশিদ। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন- কবি শাহ আলম, সাইফ ফরহাদী, মুফতি ইয়াসিন বিন আহমাদ, সজীব ওছমান, সোয়েব রাজু, ইদ্রিছ রিয়াদ, তাজরিন সুলতানা শারমিন, উম্মে কুলসুম মুন্নি, ফরিদা আখতার মায়া, ফাহিম মুনতাসির তর্ন্না, মাজহারুল হক, জিয়াদ হাসান, মোহাম্মদ সফিউল হক, ফজলুল হক, আবদুল মতিন ভূঞা, বিভীষণ বসাক, আরিফুর রহমানসহ ফেনীর কবি, সাহিত্যিক ও সংস্কৃতি অঙ্গনের ব্যক্তিবর্গ সহ আরো অনেকে ।
Discussion about this post