শারমিন আক্তার,ফেনী প্রতিনিধিঃসোনাগাজী উপজেলার দক্ষিন চর ছান্দিয়া গ্রামের আফছার হোসেন মিলন ( ৪০) মঙ্গলবার ভোরে বজ্রপাতে নিহত হয়েছে। স্থানীয় ইউপি সদস্য লিটন জানান, মঙ্গলবার ভোরে বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে আফছার বাড়ী থেকে বের হয়ে চরদরবেশ ইউপির আদর্শগ্রামের খামারে মহিষ গুলোকে খাবার দিতে যায়।এসময় আচমকা বজ্রপাতের শিকার হয়ে সে গুরতর আহত হয়। স্থানীয়রা উদ্বার করে চিকিৎসার জন্য সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফেনী সদর হাসপাতালে পেরন করে কিন্ত সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে।