মহিনুল ইসলাম সুজন: নরসিংদী সরকারী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও জড়িতদের দৃস্টান্তমুলক শাস্তির দাবীতে সারাদেশের কর্মসুচীর অংশ হিসেবে নীলফামারীতেও মানববন্ধন কর্মসুচী পালন করেছেন শিক্ষকগণ। মঙ্গলবার(২৬শে ফেব্রুয়ারী)দুপুরের দিকে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি নীলফামারী সরকারী কলেজ ইউনিটের উদ্যোগে এই কর্মসুচী পালন করা হয়। মানববন্ধনে নীলফামারী সরকারী কলেজের অধ্যক্ষ ও ইউনিটের সভাপতি মাহবুবুর রহমান ভুইয়ার সভাপতিত্বে এতে বক্তব্য দেন সাঃ সম্পাদক জাহিদুল ইসলাম,উক্ত কলেজের গণিত বিভাগের অধ্যাপক ওবায়দুল আনোয়ার, রসায়ন বিভাগের অধ্যাপক আব্দুল কাদের, সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান ও প্রাণী বিদ্যা বিভাগের প্রভাষক আবুল কাশেম, উদ্ভিদ বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক অহিদুল হক প্রমুখ।