শারমিন আক্তার,ফেনী প্রতিনিধিঃদৈনিক যুগান্তরের গ্রেফতারকৃত দুই সাংবাদিক সহ সারাদেশে আটককৃত সাংবাদিকদের মুক্তির দাবিতে ফেনীতে ২রা মার্চ শনিবার সকালে মানববন্ধন কর্মসূচী ও বিক্ষোভ মিছিল করা হয়েছে । ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে যুগান্তর স্বজন সমাবেশ ও ফেনীতে কর্মরত সাংবাদিকদের উদ্যোগে যুগান্তর ফেনী জেলা প্রতিনিধি যতন মজুমদারের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির কেন্দ্রীয় অতিরিক্ত নির্বাহী পরিচালক কাজী মিজানুর রহমান মিস্টার, ফেনী প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক দিলদার হোসেন স্বপন, রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি জহিরুল হক মিলু, সাধারন সম্পাদক শুকদেব নাথ তপন, জহিরুল হক মিলন, যুগান্তর সোনাগাজী প্রতিনিধি, ফেনী প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জাবেদ হোসাইন মামুন, নয়াপয়গামের সম্পাদক এনামুল হক পাটোয়ারি, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি আরিফুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি নাজমুল হক শামীম, যুগান্তর ফুলগাজী, পরশুরাম প্রতিনিধি শেখ ফরিদ রতন ও আমার কাগজের জেলা প্রতিনিধি আলা উদ্দিন প্রমূখ। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করা হয় ।