কবি ও সাংবাদিক- তাজরিন সুলতানা শারমিনঃছয় দেয়ালের বন্ধী ঘর নেক আমল তার ভর,
থাকতে হবে মৃত্যুর পর নাম তার পবিত্র কবর।
দরজা নাই,জানালা নাই এই পৃথিবীর মুসাফির
আমরা যে ভাই, গুনাহ নিয়ে পর জীবনে জান্নাতে জায়গা নাহি পাই।
সাপে খাবে,বিচ্ছু খাবে নেক আমল যখন নাহি পাবে,
কবরের আজাব হবে কঠিন বুকের পাজর ভেঙ্গে যাবে।
কবিতা-(৪০)