মহিনুল ইসলাম সুজন:নীলফামারীর ডিমলায় প্রথম ধাপের উপজেলা নির্বাচনে রবিবার(১০মার্চ) ভোট গ্রহন ও গননা শেষে নির্বাচিতদের নাম বেসরকারিভাবে ঘোষনা করা হয়েছে।
এখানে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম (নৌকা)। তিনি ভোট পেয়েছেন-২৫ হাজার ৯শত ৭৬টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয়পার্টির মোশারফ হোসেন মিন্টু (লাঙ্গল)প্রতীকে ভোট পেয়েছেন ১৩হাজার ৪টি।পুরুষ ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন নীরেন্দ্র নাথ রায় (টিউবওয়েল)। তিনি ভোট পেয়েছেন ২৪ হাজার ৮শত ৬টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ন্যাপের মোফাক্কারুল ইসলাম পেলব (গাভী) প্রতীকে ভোট পেয়েছেন-১৮ হাজার ৯শত ৭০টি।সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আয়শা ছিদ্দীকা (পদ্ম ফুল)। তিনি ১৮ হাজার ৫শত ৪৯টি ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ন্যাপের তাজলী খাতুন (গাভী)প্রতীকে পেয়েছেন-১৩ হাজার ৮১৭টি ভোট।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা-নাজমুন নাহার বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্যঃ এই উপজেলায় মোট ভোটার সংখ্যা ১লাখ ৯৭হাজার ২শত ৯৩টি।ভোট পড়েছে-৪৯হাজার ১শত ৭২টি।