জনতার কলামঃসাংবাদিক,কমান্ডার এম এম লালমিয়াঃজীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত বলে যাব জয়বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা,১৯৫২ সালের ভাষা আন্দোলনে রাষ্ট ভাষা বাংলা চাই মায়ের ভাষা বাংলা চাই বলে যাহারা আন্দোলন গড়ে তুলে নিজেদের জীবনের বিনিময়ে রাষ্ট ভাষা মায়ের ভাষা বাংলা করতে জীবন দিয়েছে এই বাংলা ভাষা তাদের। ১৯৭১ সালে পাকিস্থানী হানাদার বাহিনির হাত থেকে নিজেদের জীবন বিপর্ন করে বাংলার মা বোনদের ইজ্জত রক্ষা করে এই দেশকে স্বাধীন বাংলাদেশ হিসাবে স্বীকৃতি দিয়েছে এ দেশ তাদের!!! এ দেশের বাংলা ভাষা জাতিরপিতা বঙ্গবন্ধুর, এদেশের বাংলা ভাষা সালাম বরকত রফিক জব্বার সহ আরও অনেকের। এই স্বাধীন বাংলাদেশ জাতিরপিতা বঙ্গবন্ধুর ও বঙ্গবন্ধুর পরিবারের।স্বাধীনতা বিরুধীরা ১৯৭১ সালে বাংলার মা বোনদের ইজ্জত বিক্রি করে তাদের তুলে দিয়েছে পাকিস্থানীদের হাতে। সেখানেও জাতিরপিতা বঙ্গবন্ধুর কাছে পরাজয় বরন করেছে। জাতিরপিতা সরলতা ও উদারতার কারনে ওরা মাফ পেয়ে যায়, কিন্তু ওদের কুকুরের স্বভাব পরিবর্তন করতে পারেনি, তাই আবারও নতুন করে সুযোগ নিয়ে ১৯৭৫ সালে জাতির পিতাকে সপরিবারে হত্যা করেছে এবং দেশকে দখল করে নিয়েছে, জাতিরপিতাকে সপরিবারে হত্যা করে দির্য দিন এ দেশকে শাষন ও শোষন করেছে, ভাগ্য ক্রমে বেঁচে জাওয়া বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও শেখ রেহেনা দির্য দিন অক্লান্ত পরিশ্রম করে আবার স্বাধীনতা বিরুধী অপশক্তিকে পরাজয় করে স্বাধীন বাংলাদেশের দায়িত্ব কাধে তুলে নিয়েছে এবং পিতার অসমাপ্ত কাজগুলি বাস্তবায়ন করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার চেষ্টা করছে, দেশকে উন্নয়নের শিখরে পৌছে দিয়েছে, কিন্তু আজও এই স্বাধীন বাংলায় ঐ পাকিস্থানী অপশক্তিরা ও তাদের সন্তানেরা বিভিন্ন দপ্তরে চাকুরী নিয়ে দায়িত্ব পালন করে আসছে এবং মুখে জয়বাংলা ও অন্তরে জয় পাকিস্থান বলে তাদের কার্য শিদ্ধির চেষ্টা চালিয়ে যাচ্ছে!!!
এটা মেনে নেয়া যায়না তারা ফেজবুক মিডিয়াতে ও টিভি চ্যানেলে বড় বড় বক্তিতা দিয়ে আসছে, এটা বঙ্গবন্ধুর আদর্শ গড়া সৈনিকেরা মেনে নিতে পারেনা, তাই ওদের রুখে দাড়াতে হবে!!! ওদের মুখুশ খুলে দিতে হবে।লেখক-বঙ্গবন্ধুর সৈনিক,সাংবাদিক,কমান্ডার এম এম লালমিয়া
Discussion about this post