৭১ বাংলাদেশ প্রতিনিধিঃচট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে গাঁজা ও ইয়াবাসহ আবুধাবিগামী এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১৯ মার্চ) সকালে ঐ যাত্রীর জুতা থেকে ৫৪০ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা পাওয়া যায়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীদের চূড়ান্ত তল্লাশির সময় স্ক্যানিং মেশিনে মাদকের বিষয়টি ধরা পড়ে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার এবিএম সারওয়ার-ই-জামান।
আটককৃত যাত্রীর নাম জমির উদ্দিন। সে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাসিন্দা। প্রায় ১০ বছর ধরে আবুধাবিতে যাতায়াত করেন জমির।
মঙ্গলবার আবুধাবি যাওয়ার পথে বিমানবন্দরে চূড়ান্ত তল্লাশির সময় স্ক্যানিং মেশিনে মাদকের বিষয়টি ধরা পড়ে। এরপর তার জুতা খুলে দেখা যায়, সোলের ভেতর সুকৌশলে ইয়াবা ও গাঁজা লুকানো। এ ঘটনায় তাকে আটক করা হয়। জমিরের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ।
উল্লেখ্য, সোমবার (১৮ মার্চ) শাহ আমানত বিমানবন্দর এক যাত্রীর কাছে থাকা তোষকের ভেতর থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করেছিলো বিমান কর্তৃপক্ষ।
Discussion about this post