এস এম মনিরুজ্জামান:বাগেরহাটের ফকিরহাটে শনিবার দুপুর ১২টায় তেকাঠিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্রীকে ইভটিজিং করার অপরাধে আবুজার শেখ (২৫) নামের এক বখাটে যুবকের সাজা দিয়েছেন ভ্রাম্যমান আদালত। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছাঃ শাহানাজ পারভীন তাকে ৬মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। সাজাপ্রাপ্ত যুবক বটিয়া ঘাটার ভান্ডারকোর্ট এলাকার মোঃ মিজানুর রহমানের ছেলে। এ সময় এ এস আই মোঃ জাহাঙ্গির আলম ও সার্টিফিকেট সহকারি বিষ্ণু প্রসাদ ঘোষ উপস্থিত ছিলেন। স্কুল কর্তৃপক্ষ জানান, উক্ত বখাটে যুবক দীর্ঘদিন যাবৎ বিদ্যালয়ের ছাত্রীদের কে উত্ত্যোক্ত করে আসছিল।
Discussion about this post