বিল্লাল হোসেনঃসড়কে দুর্ঘটনা এ যেন একটি নিয়মিত খবরে রুপান্তর হয়ে গেছে।শুক্রবার সকাল ০৯ টার সময় ঢাকা টু চট্রগ্রাম মহাসড়কের চান্দিনার মাধাইয়া এলাকায় চট্রগ্রাম মূখী কাভার্ডভ্যান নিয়ন্ত্রন হারিয়ে ব্রীজের রেলিংয়ের পাশ অতিক্রম করে খালে পড়ে যায়। ঘটনাস্থলেই পথচারী একজন মহিলার ২ টি পা পিষে যায় এবং দেবিদ্বার থানার ১২ নং ভানী এলাকার একজন ভ্যান চালক ও কাভার্ডভ্যানের হেলপারসহ এ ২ জনের মর্মান্তিক মৃত্যু হয়। এ সময় কাভার্ডভ্যান চালককে স্হানীয় কিছু জনতা গাড়ীর ভেতর আটকে থাকা পানির নিচ থেকে উদ্ধার করে আরো দুইজন আহত ব্যক্তিকে আশংকা জনক অবস্হায় কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটালে প্রেরণ করেন। এসময় রাস্তার পাশ্বে পথচারী জনতার ভীর জমে সড়কে যানজট সৃষ্টি হয়।