সিঙ্গাপুরে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শুক্রবার মাউন্ট এলিজাবেথ হাসপাতালের ছাড়পত্র পাবেন। এখন থেকে ঠিক একমাস আগে ৫ মার্চ তাঁকে চিকিৎসার জন্য এই হাসপাতালে নেয়া হয়।
ওবায়দুল কাদেরের চিকিৎসা সমন্বয়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক এবং নিওরোলজিস্ট ডা. আবু নাসের রিজভী এ তথ্য জানিয়েছে।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এক ফেসবুক পোস্টে রিজভী জানান, তিনি বর্তমানে সুস্থ। ফলোআপ চিকিৎসার জ ন্য আরো কিছুদিন তিনি সেখানে থাকবেন। সিঙ্গাপুর সময় বিকাল তিনটায় (সম্ভাব্য সময়) তাঁকে রিলিজ দেয়া হবে হাসপাতাল থেকে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপ-প্রধান তথ্য কর্মকর্তা মো. আবু নাছের জানান, হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হলে মাউন্ট এলিজাবেথের পাশে একটি বাসা ভাড়া নেয়া হবে। সেখান থেকেই সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর চিকিৎসা পরবর্তী শুশ্রূষা চলবে
সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সম্পূর্ণ সুস্থ বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।
শুক্রবার সকালে এক ফেসবুক পোস্টে ইকবালুর রহিম লিখেছেন, ‘আমাদের প্রিয় কাদের ভাই এখন সম্পূর্ণ সুস্থ্য আছেন ।ফাইল ফটো