আবু নাঈম, চট্টগ্রামঃ২০০২ সালে একুশে পদক প্রাপ্ত উপমহাদেশ খ্যাত লোককবি, কবিয়াল সম্রাট ও মাইজভাণ্ডারী গানের অমর কথাশিল্পী রমেশ শীল মাইজভাণ্ডারী’র ৫২তম বার্ষিক তিরোধান দিবস উপলক্ষে ৬ই এপ্রিল শনিবার বোয়ালখালী রমেশ সমাধি প্রাঙ্গণে আলোচনা সভা, রমেশ সংগীতানুষ্ঠান ও কবি গানের আসর অনুষ্ঠিত হয়। মাইজভাণ্ডারী মরমী গোষ্ঠী সভাপতি আলহাজ্ব মোহাম্মদ সিরাজুল মোস্তাফার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জননেত্রী শেখ হাসিনা হল এর প্রতিষ্ঠাতা প্রভোস্ট প্রফেসর ড. মোহাম্মদ হেলাল উদ্দীন, বিশেষ অতিথি ছিলেন সাবেক অতিরিক্ত উপ পুলিশ সুপার বীর মুক্তিযোদ্ধা কবি জাহাঙ্গীর আলম চৌধুরী, আহলা দরবার শরীফ এর শাহাজাদা সৈয়দ মাঈনুল ইসলাম জুনায়েদ, সাতগাছিয়া দরবার শরীফ এর শাহাজাদা সৈয়দ আবু মোহাম্মদ মোহতাছিম বিল্লাহ সম্পদ সুলতানপুরী, চট্টগ্রাম দরবার শরীফ এর শাহাজাদা সৈয়দ জাফর সাদেক, ৪নং পৌরসভা ওয়ার্ড কাউন্সিলর জনাব সুনীল চন্দ্র ঘোষ, এবিএম মহিউদ্দীন চৌধুরী ভাই মোহাম্মদ কবির চৌধুরী সহ বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিবর্গ। তিরোধান দিবস উপলক্ষে সকাল ১০টায় সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপন, বিকাল ৩টায় রমেশ শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় রমেশ সংগীতানুষ্ঠান, ৭টায় আলোচনা সভা, ১০টায় মাইজভাণ্ডারী ঘরনা শিল্পী সৈয়দ জাবের সারওয়ার পরিবেশনায় রমেশ রচিত আধ্যাত্মিক গানের অনুষ্ঠান, ১১টা থেকে রাতব্যাপী গ্রামবাংলার লোককবি পরিবেশনায় কবি গানের আসর অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অতিথিরা বক্তব্য বলেন, এ রকম একজন গুনী কবি স্মরণ করা প্রত্যেকের উচিত। কবিয়াল সম্রাট রমেশ শীল শুধু বোয়ালখালীর জন্য গর্ব নয় তিনি পুরো উপমহাদেশের জন্য গর্ব।