বিল্লাল হোসেনঃকুমিল্লা দেবিদ্বার উপজেলার ছোটশালঘর দক্ষিন পাড়া মাহফুজুর রহমান(২২)-কে ১৫ বছরের ছাত্রী ধর্ষন এর অভিযোগে ১ ঘন্টার মধ্যে ধর্ষক-কে গ্রেফতার করেছে দেবিদ্বার থানা পুলিশ।
জানা যায়, ছোটশালঘর দক্ষিন পাড়া মাহফুজুর রহমান মসজিদের পাশে অবস্থিত তার শয়ন কক্ষে গত শুক্রবার সকাল ১০ টার সময় জোর পূর্বক ১৫ বছরের ছাএীকে ধর্ষন করে।
গোপন সংবাদের ভিত্তিতে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জহিরুল অানোয়ার এর নেতৃত্বে তদন্ত(ওসি)মেজবাহ্ উদ্দিন ও এস.অাই মোশারফ হোসেন সহ সঙ্গীয় ফোর্স ধর্ষককে গ্রেফতার করে ধর্ষিত ছাত্রীকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে।
এ বিষয়ে ওসি জহিরুল অানোয়ার জানান, অামরা ছাত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য কুমেক হাসপাতালে পাঠিয়েছি। সেই সাথে ধর্ষককে গ্রেফতার করা হয়েছে। শ্রীগ্রই প্রেস বিফিং করে বিস্তারিত জানানো হবে।