ইমরান হোসেন:পটু্য়াখালী সারকিট হাউজ এর সামনে থেকে একটি র্্যলি বের হয়। তার পর পটিয়াখালীর প্রধান প্রধান সরক গুলো প্রদক্ষিণ করে ডিসি মঞ্চে এসে শেষ হয়।এতে অংশ গ্রহন করেন বিভিন্ন স্কুল,কলেজ,মেডিকেল এর ছাত্র-ছাত্রীরা
পটু্য়াখালী ছাত্র-ছাত্রী ও শিক্ষরা বলেন আমরা এই পহেলা বৈশাখ এ অনেক আনন্দিত। তারা আরো বলেন এই পটু্য়াখালীতে প্রতি বছর পহেলা বৈশাখ উৎজাপন করা হয়। এবং পরবর্তিতে ও যেন করা হয় এটা আমাদের বাংলার ঐতিহ্য তাই আমরা এই ঐতিহ্য কে ধরে রাখতে চাই।
পটু্য়াখালীর মেয়র মো.মহিউদ্দিন আহমেদ এর নেতৃতে এই পহেলা বৈশাখ উপলক্ষে এক কিলো মিটার রাস্তা আলপনা করা হয়।
এ বিষয় ডিসি মঞ্চে বিভিন্ন অতিথিরা বক্তাব রাখেন প্রধান অতিথি হিসেবে বক্তাব রাখেন জেলা প্রশাসক মো.মতিউল ইসলাম চৌধুরী ও সংসদ সদস্য মহিলা এম পি মোসা.কানিজ সুলতানা হেলেন এবং পটু্য়াখালী বীর মুক্তিযোদ্ধা মো.কাজী আলমগীর ও পটু্য়াখালী নব নির্বাচিত মেয়র মো.মহিউদ্দিন আহমেদ তারা বলেন পটুয়াখালীতে পহেলা বৈশাখ উৎজাপন চলছে চলবে কারন এটা বাঙ্গালীর ঐতিহ্য এটাকে বিলিন হতে দেয়া যাবেনা।
তারপর সবার বক্তাব শেষে প্রধান অতিথি মো.মতিউল ইসলাম চৌধুরী সমাপনি ঘোসনা করেন।