বিল্লাল হোসেনঃ দেবিদ্বার উপজেলার রাজামেহার ফজলুল হক মডেল একাডেমী’র বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান-২০১৯ সম্প্রতি পালিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। জনাব এ্যাডভোকেট মোঃ সফিকুল আলম সরকার, প্রাক্তন সভাপতি আইনজীবী সমিতি জর্জকোর্ট,কুমিল্লা।আরো উপস্হিত ছিলেন মোঃ মিজানুর রহমান,বিশিষ্ট ব্যাংকার ও শিক্ষাবিদ,রাজামেহার, অএ একাডেমীর প্রধান শিক্ষক মোঃ আবু ইউছুফ সরকার সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা মন্ডলী এবং সকল ছাএ-ছাএীর অভিভাবকগনের উপস্হিতিতে উক্ত অনুষ্ঠানের সভাপতি প্রত্যেক ছাএ-ছাএীদের মাঝে পুরষ্কার বিতরন করেন। অভিভাবকদের মাঝে বক্তব্য রাখেন মোঃ বিল্লাল হোসেন,বক্তব্যে বলেন আমাদের আগামীর ভবিষ্যৎ এর উন্নয়নের চাঁবিকাঠি সোনামণিদের কে বার্ষিক পুরষ্কার বিতরনির মাঝে তাদের কে একাডেমী মুখী ও উৎসাহী করায়। এবং কঠোর পরিশ্রম করে শিশুদের কে ভালোবেসে আদর, স্নেহ দিয়ে শিক্ষার আলোয় তিলে তিলে গড়ে তোলার জন্য অএ একাডেমীর শিক্ষক-শিক্ষিকাদের প্রশংসা করেন। আরো বক্তব্যে রাখেন মোঃ উমর ফারুক,বিশিষ্ট শিক্ষাবিদ,রাজামেহার। অএ অনুষ্ঠানের আর্থিক ও সার্বিক সহযোগীতা করেন মোঃ সুলতান সরকার, প্রবাসী জাপান,রাজামেহার। উক্ত অনুষ্ঠানের সভাপতি জনাব এ্যডভোকেট মোঃ সফিকুল আলম সরকার বক্তব্যে বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড,আর শিক্ষা ছাড়া জাতি কখনো উন্নয়নের কর্নধারে পৌঁছতে পারেনা। অতএব,শিক্ষকদের পাশাপাশি প্রত্যেক ছাএ-ছাএীর অভিভাবক দের সচেতন মূলক ভূমিকা পালন করতে হবে বলে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।