রউফুল আলম:নীলফামারীর কিশোরগঞ্জে ব্রিটিশ কাউন্সিলের কারিগরি সহযোগীতায় বাংলাদেশ সরকার ও ইউরোপিয় ইউনিয়নের অর্থায়নে গ্রামীণ উন্নয়ন সংস্থার আয়োজনে রবিবার দুপুর ১২ টায় ‘নয়ানখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রঙ্গনে ঝড়ে পড়া শিক্ষার্থী ও অভিভাবক এবং শিক্ষকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, মোঃ আতাউর রহমান শাহ দুলু চেয়ারম্যান, বাহাগিলি ইউনিয়ন পরিষদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার শরিফা আখতার, উপজেলা সহকারী শিক্ষা অফিসার নুরুজ্জামান বকুল, রিপোর্টার্স ইউনিটি কিশোরগঞ্জের সাংগঠনিক সম্পাদক মোঃ রউফুল আলম, মোঃ রবিউল হাসান রতন, নির্বাহী পরিচালক, গ্রামীণ উন্নয়ন সংস্থা। মোঃ আজিজুল হক, পরিচালক, গ্রামীন উন্নয়ন সংস্থা। নয়ানখাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মওলা ও শিক্ষক- শিক্ষিকা। ব্রিটিশ কাউন্সিলের ম্যাপ লিটার মোঃ আজমীর হোসেন ও টাস লিটার সাবিনা ইয়াছমিন প্রমূখ।
সভাপতির বক্তব্যে ইউপি চেয়ারম্যান আতাউর রহমান শাহ্ বলেন, আমি আমার ইউনিয়নকে শিক্ষার দিক থেকে এগিয়ে নেয়ার জন্য চেষ্টা অব্যাহত রেখেছি এবং আগামী ডিসেম্বরের মধ্যে ভাল ফলাফল অর্জনকারী ছাত্র-ছাত্রীদের পুরস্কার প্রদান করার ঘোষণা দেন। ঝড়ে পড়া ছাত্র-ছাত্রীদের বিষয়ে বলেন সরকার বিনামূল্যে বই দিচ্ছে, শতভাগ উপবৃত্তি প্রদান করছে, শিশুদের জন্য বিস্কুট দিচ্ছে
প্রধান অতিথি উপস্থিত মায়েদের উদ্দেশ্যে বলেন,একজন মা পারে তাদের সন্তানকে শিক্ষিত করতে। একজন মা তার সন্তানের জন্য আলোকজ্জল বাতি। মায়ের প্রচেষ্টার ফলে একজন সন্তান আলোর পথ দেখেন। পাশাপাশি বাবার সহযোগীতাও অপরিসীম। আমরা সত্যি আনন্দিত যে উপজেলার দুটি প্রাথমিক বিদ্যালয় শতভাগ এ প্লাস অর্জন করে উপজেলাকে কৃতিত্বের স্বর্ণ শিখরে পৌছে দিয়েছে। আগামীতেও যেন নয়ানখাল সরকারী প্রাথমিক বিদ্যালয় এ অর্জনকে ধরে রাখতে পারে সে জন্য শিক্ষক, শিক্ষার্থী ও অবিভাবকদের সহযোগীতা করতে হবে। তাদের জুতা- মোজা দিবেন। শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, ভাল ফলাফলের ধারা যেন অব্যাহত থাকে সে দিকে খেয়াল রাখবেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন, গোলাম মওলা শাহ, প্রধান শিক্ষক।