পুনম শাহরীয়ারঃ জনসাধারণের নিরাপদ ও মানসম্মত চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানসমূহের যথাযথ পরিচালনা ও নিয়ন্ত্রণের লক্ষ্যে ‘চিকিৎসা সেবা ও সুরক্ষা আইন-২০১৮’ চূড়ান্ত করা হয়েছে। সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত ‘চিকিৎসা সেবা ও সুরক্ষা আইন-২০১৮ এর খসড়া পর্যালোচনা সভায় আইনটি চূড়ান্ত করা হয়। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এতে সভাপতিত্ব করেন। এই আইন প্রণীত হলে চিকিৎসা সেবায় নিয়োজিত ব্যক্তি, প্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবা গ্রহীতার সুরক্ষা প্রদান এবং দায়বদ্ধতা নিশ্চিত করা হবে। শিগগির মন্ত্রিপরিষদের সভায় আইনটি উত্থাপনের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার জন্য স্বাস্থ্যমন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশ দেন। সভায় অন্যদের মাঝে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সিরাজুল হক খান, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বিএমএ মহাসচিব ডা. ইহতেশামুল হকসহ মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।ছবি ফাইল ফটো
Discussion about this post