চট্টগ্রাম মহানগর গোয়েন্দা(উত্তর) বিভাগের টিম অভিযান চালিয়ে ১ টি দেশীয় বন্দুক ও ৫১০ পিস ইয়াবা সহ ছাগির হোসেন ওরফে ছোট ছগির (৩৮) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে।
২৭ এপ্রিল, শনিবার ৪.২০ মিনিটে মহানগর গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) জনাব মিজানুর রহমান এর নির্দেশনায়, অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিন) ছত্রধর ত্রিপুরার নেতৃত্বে বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম ডবলমুরিং থানাধীন উত্তর আগ্রাবাদ এমপি ইছাক সাহেবের বাড়ির পশ্চিম পার্শ্বে অবস্থিত ইউসুফ মিয়ার নির্মানাধীন ৩য় তলা ভবনের নিচ তলার একটি কক্ষ হতে ১ টি দেশীয় বন্দুক ও ৫১০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আসামী ছগির গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামী ছগির ডবলমুরিং থানার হাজীপাড়ার শফিকুর রহমানের বাড়ীর মৃত জামাল আহাম্মদ ড্রাইভারের ছেলে ,.