রুবেল হোসেন:রংপুরের মিঠাপুকুর উপজেলায় দূর্গাপুর ইউনিয়নের আদর্শপাড়ায় তানিয়া পারভীন(২৮) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় আদর্শপাড়ায় ভাড়া বাসা থেকে লাশ উদ্ধার করে মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে।
এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা যায়-সাইফুল ইসলাম লিটনের স্ত্রী তানিয়া পারভীন। সে মিঠাপুকুরের নিটল মটরর্স লিমিটেড এর সিনিয়র এক্সিকিউট ইঞ্জিনিয়ার। লিটনের বাড়ি টাঙ্গাইল জেলার ধুনবাড়ি উপজেলার বড়ঝোটনা গ্রামে।তার স্বামী ৪মাস পূর্বে বিয়ে করে ,তবে এটি আত্মহত্যা না পরিকল্পিত হত্যা এই নিয়ে সংশয় রয়েছে বলে জানান এলাকাবাসী।
নিটল মটরর্স লিমিটেড এর ওয়ার্কশপ ম্যানেজার নাজমুল হক বলেন-সাইফুল ইসলাম লিটন ২০১০ সালে এক্সিকিউট ইঞ্জিনিয়ার হিসাবে কর্মরত আছেন। তিনি আদর্শপাড়ায় ভাড়া বাসায় র্দীঘদিন ধরে বসবাস করে আসছিলেন।সকালে সে অফিসে আসার পর জানতে পারে যে তার স্ত্রী বাড়িতে ফাঁসি দিয়েছে।পরে আমাদের সকল কর্মকর্তারা সেখানে উপস্থিত হয়।
মিঠাপুকুর থানা অফিসার ইনচার্জ জাফর আলী বিশ্বাস জানান-লাশ ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।লাশ ময়না তদন্ত শেষে ঘটনার সত্যতা জানা যাবে।
Discussion about this post