চট্টগ্রাম নগরীতে কোথাও চাঁদাবাজি হলে এর দ্বায়দায়িত্ব সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জের। কোথাও চাঁদাবাজির শিকার হলে লিখিত অভিযোগের প্রয়োজন নেই, ফোনে অভিযোগ জানালে পুলিশ কঠোর ব্যবস্থা নেবে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার।
৩০ শে এপ্রিল দামপাড়া পুলিশ লাইন্সে আসন্ন রমজানে নগরীর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিভিন্ন সংস্থা ও পেশাজীবি সংগঠন গুলোর সাথে মত বিনিয়ম কালে পুলিশ কমিশনার এসব কথা বলেন৷
এসময় বলেন, আসন্ন রমজানে নগরবাসিকে সার্বিক নিরাপত্তা দিতে দিন-রাত্রী তৎপর থাকবে পুলিশ বাহিনী। সেই সাথে মাঠে থাকবে বাহিনীর অন্যান্য টিম৷
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহাবুবুর রহমান জানান, দৃঢ়ভাবে বলতে চাই-কোনো মার্কেটে চাঁদাবাজি হবে না। চাঁদাবাজি হলে দায়-দায়িত্ব অফিসার ইনচার্জদের। চাঁদাবাজি হলে তাৎক্ষণিক মৌখিক বা ফোনে অভিযোগ জানাবেন, লিখিত অভিযোগ জানাতে হবে না। আমরা ব্যবস্থা নেবো।’
এ সময় সিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) আমেনা বেগম, উপ-কমিশনার (ট্রাফিক-উত্তর) হারুনুর রশিদ হাযারীসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী ও পরিবহন সংশ্লিষ্ট নেতারা উপস্থিত ছিলেন।
Discussion about this post