টাঙ্গাইল ব্যুরোঃটাঙ্গাইলের নাগরপুরে নয়া সারাংপুর সাহেব বাড়ির হাজী জান মোহাম্মদ জামে মসজিদের উদ্বোধন করা হয়।
শুক্রবার জুমার নামাজের মাধ্য দিয়ে এ মসজিদের উদ্বোধন ঘোষণা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আবদুল মোমেন তালুকদার, কমিটির সভাপতি খন্দকার বদরুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক লাইব্রেরিয়ান খন্দকার ফজলুল রহমান, উপ সচিব আবদুল হামিদ, এলাসিন মাওলানা ভাসানী কলেজের সাবেক অধ্যক্ষ খন্দকার এনামুল করিম শহীদ, নাগরপুর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উপদেষ্টা সাংবাদিক খন্দকার আছাব মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা খন্দকার জাহিদ মাহমুদ ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেয়র জামিলুর রহমান মিরন, সাবেক মুক্তি যোদ্ধা কমান্ডার আলহাজ্ব সুজায়েত হোসেন প্রমুখ। নামাজ পরিচালনা করেন টাঙ্গাইল জেলা পরিষদ জামে মসজিদের সাবেক ইমাম খন্দকার হামিদ। এ সময়ে বৈরী আবহাওয়া উপেক্ষা করে আশেপাশের কয়েকটি গ্রামের মুরুব্বিগন প্রথম দিনের নামাজে অংশ নেন।
নামাজ শেষে দেশ ও জাতিসহ মুসলিম উম্মার শান্তি, কল্যাণ ও উন্নতি জন্য দোয়া করা হয়।
আনুমানিক দুই’শ বছরের পুরনো সাহেব বাড়ির এই হাজি জান মোহাম্মদ মসজিদটিতে গম্বুজ ও সুউচ্চ মিনার যুক্ত করে তারার আকৃতিতে এবার আধুনিকভাবে নির্মাণ করা হলো।ফাইল ফটো
Discussion about this post