জনতার কলামঃলাল মিয়া-শুরু হয়েছে পবিত্র মাহে রমজান, প্রতিটি ধর্মপ্রান মুসলমান সারাদিন রোজা রাখে। সারাদিন রোজা শেষে সন্ধাবেলা সবাই হরেক রকম রং বেরংয়ের ইফতারি নিয়ে বসে… জুস খেজুর কলা শরবত আঙ্গুর বেদানা আপেল ও মালটা আরও কতকিছু… কারন সারাদিন রোজা রাখায় শরিরটা ক্লান্ত হয় এ সকল খেয়ে সেই ক্লান্তি দূর করে। আর সেহেরীর সময় গরুর মাংস খাসির মাংস মুরগীর মাংস মাছ দুধ ডিম সহ আমিশ ও প্রোটিন জাতিয় খাবার।
৬৫০০/= টাকা মাসিক বেতনের কর্মচারী গ্রামপুলিশ সদস্যদের রোজায় সেহেরী ও ইফতারী কি খেয়ে হচ্ছে তা কি কেউ বলতে পারে।
গরুর মাংস ১ কেজী ৫২০ থেকে ৫৫০ টাকা।
মুরগীর মাংস দেশী ১ কেজী ৫০০ টাকা, আর বয়লার ১৬০ টাকা, আর খাসীর মাংস ৭০০ থেকে ৮০০ টাকা।
মাছ রুই কাতলা কেজী ৩০০ টাকা, তেলাপিয়া ছিলবারকাপ কেজী ২০০ টাকা, নদীর গুড়া মাছ ৫০০ টাকা কেজী থেকে শুরু করে ১০০০ হাজার টাকা কেজী, কৈ মাছ শিং মাছ কেজী ৭০০ বা ৮০০ টাকা, ইলিশ মাছ তার দাম গ্রামপুলিশ সদস্যরা জানেইনা কারন ইলিশ মাছের বাজারে গ্রামপুলিশ সদস্যদের কখনো যাওয়াই হয়না হ্যা তবে একটা মাছের দাম খুব ভাল জানে সে হলো পাংখাস মাছ ৯০ টাকা থেকে ১২০ টাকা কেজী।
এগুলো সেহেরীর খাবার এবার ইফতার।
খেজুর ১ কেজী ৫০০ টাকা থেকে শুরু করে ১৫০০ টাকা কেজী এগুলো থাকে বড়লোকদের টেবিলে। আর গরীবদের জন্য আছে ১২০ টাকা কেজি পঁচা ফাকন্দ পরা। আঙ্গুর ১ কেজী ৩০০ টাকা মালটা ১ কেজী ১৬০ টাকা আপেল ১৬০ টাকা বেদানা কেজী ৪ থেকে ৫ শত টাকা।
এগুলো গ্রামপুলিশের জন্য স্বপ্ন এগুলি ১ মাস খেতে গেলে গ্রামপুলিশ সদস্যের কমপক্ষে ৩ মাসের বেতন লাগবে।ছবি ফাইল ফটো
Discussion about this post