বিশেষ প্রতিবেদকঃচট্টগ্রাম বাসীর দুঃখ সামান্য বৃষ্টিতে রাস্তাঘাট সহ বিভিন্ন স্থানে জলাবদ্ধতার কষ্ট সেটির অবসান হচ্ছেনা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেমন চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম ওয়াশা, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, পানি উন্নয়ন বোর্ড সহ সবাই বার বার বলেছে জলাবদ্ধতার জন্য দায়ী আমাদের নদী,খাল,নালা নর্দমা দখল ও পরিস্কার না করা। আর যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা। বর্তমান সরকার ছয় হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে চট্টগ্রামকে জলাবদ্ধতা থেকে মুক্ত করতে। কিন্ত চট্টগ্রাম বাসী কবে এই সমস্যা থেকে মুক্তি পাবে কেউ বলতে পারছেনা। অতিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দুই মেয়র এই জলাবদ্ধতার গ্লানি নিয়ে বিদায় নিয়েছিলেন, বর্তমান মেয়র আ,জ,ম নাছির উদ্দিন ও নির্বাচন কালীন সময়ে চট্টগ্রাম মহানগরের জলাবদ্ধতাকে প্রধান সমস্যা হিসেবে চিন্হিত করে এর সমাধানের লক্ষ্যে কাজ করে যাবেন বলে ছিলেন, কিন্তু চার বছর অতিবাহিত হওয়ার পর আশানুরুপ কোন উন্নয়ন সিটি কর্পোরেশন করতে পারেনি, এখন সিটি কর্পোরেশন বলছে জলাবদ্ধতা নিরশন করার দায়ীত্ব কর্পোরেশনের নয়, বর্তমানে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সেনা বাহিনীর মাধ্যমে এই জলাবদ্ধতা দূর করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তবে চট্টগ্রাম নগরবাসী এর সুফল দেখবে কবে তা অজানা? সামান্য বৃষ্টিতে চট্টগ্রাম শহরের ফ্লাইওভার গুলোতেও পানি জমে যাচ্ছে, এতে বাড়ছে সড়ক দুর্ঘটনার ঝুকি। বিভিন্ন রাস্তায় পানি জমে যাওয়ার কারনে সৃষ্টি হচ্ছে যানজট, ঈদের কেনা কাটা করতে বের হওয়া সাধারণ মানুষ পড়েছে বিপদে। মানুষের অসচেতনতা অনেকটা দায়ী এই জলাবদ্ধতার জন্য, নিয়ম কানুনকে বৃদ্ধাংগুলি দেখিয়ে চট্টগ্রামের চাক্তায় খালের আশেপাশের বেশীরভাগ খাল দখল করে ফেলেছে ভুমিদস্যুরা, নগরীর মীরজার পুলের পুর্বদিকে খালের দুপাড়ে চারভাগের তিনভাগ দখল করে ঘরবাড়ি নির্মাণ করে ফেলেছে ওখানকার লোকজন, সকলের চোখের সামনে বিভিন্ন খাল,নালা ভরাট করে ঘরবাড়ি সহ দোখানপাট,বিভিন্ন গুদাম তৈরি করে ফেলেছে একশ্রেণির লোক। নগরীর ৭নং ওয়ার্ড এর হামজারবাগে একটি সিনেমার সামনের ২০ ফিট প্রসস্থ খালটি দখল হতে হতে সামান্য নালায় পরিনত হয়েছে, বিগত কয়েক বছর ধরে স্থানীয় কিছু জুট ব্যবসায়ী উক্ত খাল দখল করে গার্মেন্টসের জুট রাখার পাকা গুদাম তৈরি করে ফেলেছে। স্থানীয় কাউন্সিলর মোবারক আলী কোন অদৃশ্য কারনে এই বিষয়টি এড়িয়ে যাচ্ছেন?অথচ সামান্য বৃষ্টিতে হামজারবাগ রাজগঞ্জ আবাসিক, জাঙ্গাল পাড়া, আতুরার ডিপো সহ আশেপাশে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে যায়। পাচঁলাইশ ৩ নং ওয়ার্ডের জমাদার পুলের পশ্চিমে ও পুর্বদিকের খালপাড় দখল হতে হতে এখন সরু নালায় পরিনত হয়েছে, চকবাজারের হিজরাখাল দখল করে গড়ে উঠেছে প্রভাবশালীদের বহুতলা বিল্ডিং। এই ভাবেই পুরো চট্টগ্রামে খাল, নালা নর্দমাগুলো দখল করে ফেলেছে বিভিন্ন লোকজন, যার কারনে সামান্য বৃষ্টি হলেই রাস্তাঘাট তলিয়ে যাচ্ছে পানির নিচে, আর জনদুর্ভোগে পড়ে লক্ষ লক্ষ সাধারণ মানুষ। প্রশাসন সহ জন প্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করছি, অতিদ্রুত এই সমস্যার সমাধান করা না হয়, তাহলে সামনে ঘোর বর্ষায় মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করবে।