৭১ বাংলাদেশ প্রতিবেদকঃবিশিষ্ট সমাজ সেবক মোঃ জামাল রাসেল (৩০)প্রকাশ রাসেল আর নেই চলেগেলেন না ফেরার দেশে ১৩/৬/২০১৯ইং রাত আনুমানিক ১০ টার সময় চট্রগ্রাম আগ্রাবাদ মৌলবী পাড়া নিজ বাসভবনে ব্রেইন ষ্টোকে ইন্তকাল করেন ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজেউন,প্রয়াত রাসেল- বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ ‘র কেন্দ্রীয় কমিটির সভাপতি সাংবাদিক মোঃ শেখ সেলিম এর মামাতো ভাই,,এক প্রেস বিজ্ঞপ্তি তে গভীর শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় কমিটির সকল সাংবাদিক বৃন্দ।১৪/৬/২০১৯ ইং বাদে জুমা চট্রশ্বরাই গায়েবী মসজিদে প্রথম জানাযা এবং কর্ণফুলী মার্কেটের গেইটের সামনে দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয়।মরহুমের মা প্রতিবেদক কে জানান তার একটি মাত্র ছেলে দীর্ঘ দিন ধরে মানসিক চাপে ভুগছিলেন এই কারনে হঠাৎ ব্রেইন ষ্টোক করে তার মৃত্যু হয়।ঢাকা ও চট্রগ্রামে বিভিন্ন হাসপাতালে বড় বড় ডাক্তার দেখিয়ে ছেলেকে বাঁচাতে পারলেন না অসহায় মা এলাকাবাসি জানান প্রয়াত রাসেল বিভিন্ন সমাজ সেবা মূলক কাজে নিয়োজিত ছিলেন এবং উক্ত এলাকায় সমাজ সেবা মূলক একটি সংঘটনে বড় পোষ্টে ছিলেন,, এলাকাতে আহাজারি আর কান্নায় ভেঙ্গে পড়েছে ছোট বড় সকল মানুষ।মরহুমের মা সকলের নিকট দোয়া চেয়েছেন, আল্লাহ্ যেন তার ছেলে কে জান্নাতুল ফেরদৌস নসীব করেন-আমিন।
Discussion about this post