টাঙ্গাইল ব্যুরোঃ টাঙ্গাইলের নাগরপুরে মৌলিক সাক্ষরতা প্রকল্পের উপানুষ্ঠানিক শিখন কেন্দ্রের শিক্ষার্থীদের অংশ গ্রহনে গণজমায়েত, প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার ১৩জুন সকালে উপজেলা প্রশাসন কর্তৃক, উপজেলা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে ও মৌলিক সাক্ষরতা প্রকল্পের প্রোগ্রাম অফিসার মোঃ কামাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় । পুরস্কার বিতরনী অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা সেলিমা আক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, সদর ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ রহম আলী সহ প্রকল্পের শিক্ষক ও বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ।
Discussion about this post