টাঙ্গাইল ব্যুরোঃ টাঙ্গাইলের নাগরপুরে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস ২০১৯ পালিত হয়েছ। বৃহস্পতিবার ২০ জুন বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
“আসুন প্লাস্টিক দূষণ বন্ধ করি” ’ প্লাস্টিক ব্যবহার না করি, না পারলে বন্ধ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন এই র্যালী ও আলোচনা সভার আয়োজন করে। উপজেলা পরিষদ চত্বর থেকে বের হওয়া র্যালিটি শহরেরর গুরুত্ব পূর্ন সড়ক প্রদক্ষিন করে। র্যালি শেষে উপজেলা প্রশাসন মিলনায়তনে অনুষ্ঠিত পরিবেশ সুরক্ষা বিষয়ক আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে ও মাহবুবুল ইসলামের সঞ্চালনায় উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) ইয়াসমীন মুনিরা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির, ছামিনা বেগম শিপ্রা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ সুজায়েত হোসেন, প্রধান শিক্ষকগন, বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রী, বাউপার পরিচালক আঃ রউফ প্রমুখ।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও র্যালিতে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, এনজিও প্রতিনিধি ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা র্যালিতে অংশগ্রহণ করেন।