টাঙ্গাইল ব্যুরোঃটাঙ্গাইলের নাগরপুরে জাতিসংঘ ঘোষিত মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন করা হয়েছে। বুধবার এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, র্যালি ও স্কুলের ছাত্রছাত্রীদের মাঝে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। দিবসটি পালন উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে ও মোঃ ফরহাদ আলীর উপস্থাপনায় অন্যান্যর মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসমিন মনিরা, নাগরূওওপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) গোলাম মোস্তফা মন্ডল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সুজায়েত হোসেন, ফায়ার সার্ভিস অফিসার মোঃ মেহেদী হাসান, শম্ভু নাওথ সাহা, রউশনারা মাছুদা সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।