টাঙ্গাইল ব্যুরো ঃ নাগরপুরে ফুটবল ম্যাচ খেলা অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইলের নাগরপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এ প্রীতি ফুটবল ম্যাচ খেলা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল চ্যাম্পিয়ন বনাম চ্যাম্পিয়ন দু’টি ম্যাচ বুধবার ১৭ জুলাই, বিকাল ৪:০০ ঘটিকায় নাগরপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
এ ফুটবল খেলায় টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সাংসদ আলহাজ্ব আহসানুল ইসলাম টিটু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফুটবল খেলা উপভোগ ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ফুটবলের চ্যাম্পিয়ন বনাম চ্যাম্পিয়ন খেলায় গোপীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ট্রাইবেকারে ৪-৩ গোলে চ্যাম্পিয়ান হয়। অপরদিকে কাঠুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় ৬-১গোলে গোপীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ান হয়।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে আহসানুল ইসলাম টিটু বলেন, বর্তমান সরকার বিশ্বাস করে লেখাপড়ার পাশাপাশি শারীরিক উন্নতির মাধ্যমে চৌকস, দক্ষ ও মেধা সম্পন্ন সুস্থ সবল জাতি গঠনে বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা গোল্ড কাপ টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরো বলেন, বর্তমান সরকার দেশের সকল ছাত্র-ছাত্রীর মেধা বিকাশ, শারীরিক ও মানসিক বিকাশের জন্য পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডে অংশগ্রহণের প্রতি গুরুত্ব দিচ্ছে। এর ফলে দেশের পাশাপাশি আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের ছেলে-মেয়েরা খেলাধুলায় বিশেষ করে ফুটবলে সাফল্য অর্জন করছে।
আমি আশা করি, আজকে যে কোমলমতি শিশুরা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করল তাদের মধ্য থেকেই আগামীর দক্ষ ক্রীড়াবিদ বেরিয়ে আসবে এবং আমার বিশ্বাস জেলা পর্যায়েও প্রথম হয়ে এক সময়ে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে।
এ সময় অন্যান্যর মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম, দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদিরা আক্তার, নাগরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির, উপজেলা শিক্ষা কর্মকর্তা সেলিমা আক্তার, সহকারি শিক্ষা কর্মকর্তা মোঃ ফরহাদ আলী, উপজেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি এহসানুল হক মুকুল, সাধারন সম্পাদক মোঃ হারুন অর রশিদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সুজায়েত হোসেন সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র ছাত্রী ও আ’লীগ সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
উক্ত প্রীতি ফুটবল খেলা শেষে বিজয়ী ও বিজেতাদের মাঝে নগদ অর্থ ও ট্রফি বিতরণ করা হয়।
Discussion about this post