টাঙ্গাইল ব্যুরো ঃনাগরপুর সদর ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মনিকে জয়ী করতে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছেন মুক্তিযোদ্ধারা।
শুক্রবার ১৯ জুলাই সকালে নাগরপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আয়োজিত নির্বাচনে মুক্তিযোদ্ধাদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় এই ঘোষণা দেওয়া হয়।
বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক লক্ষীকান্ত সাহার সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা মোঃ সুজায়েত হোসেনের সঞ্চলনায় মতবিনিময় সভায় অন্যান্যর মধ্যে সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ শাহজাহান মিয়া, বেকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী, টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক খন্দকার আছাব মাহমুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহীদুল ইসলাম অপু ও জাহিদ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক তপন, সহসভাপতি আনিসুর রহমান আনিস, সিনিয়র সহসভাপতি জেলা পরিষদ সদস্য শেখ কামাল হোসেন সহ নাগরপুরের মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়ন ধারা অব্যাহত রাখতে নৌকার বিজয়ের কোনো বিকল্প নাই। নাগরপুরের উন্নয়ন গতিশীল করার লক্ষ্যে নাগরপুর সদরের মতো গুরুত্বপূর্ণ ইউনিয়ন পরিষদে নৌকার প্রার্থী এ কে এম কামরুজ্জামান মনির বিজয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
তাঁরা বলেন, মুক্তিযুদ্ধের পক্ষে সবাই ঐক্যবদ্ধ হলে আগামী ২৫ তারিখ উপ নির্বাচনে নৌকার জয় নিশ্চিত। উক্ত অনুষ্ঠানের আয়োজক মুক্তিযোদ্ধ চেতনা বাস্তবায়ন মঞ্চ।
Discussion about this post