বিশেষ প্রতিনিধিঃনগরীর ডবলমুরিং মডেল থানাধীন ধনিয়ালাপাড়া, ডিটি রোড, পৌর বাণিজ্য বিতান নামক মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ১টি পাইপগান ও ১ রাউন্ড কার্তুজসহ মোঃ আসাদুল ইসলাম প্রকাশ আশিকুল ইসলাম প্রকাশ বাবুল (৪৩) নামে ১ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগ।
জানা যায়, বৃহস্পতিবার ২৩ জুলাই বিকাল ৩:৩০ মিনিটে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগের উপ-পুলিশ কমিশনার এস.এম. মোস্তাইন হোসেন বিপিএম এর দিক নির্দেশনায় অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি-বন্দর) মোঃ সোহেল রানা এর তত্ত্বাবধানে এসআই মোঃ আবুল ফজল সাঈদ তালুকদার এএসআই মোঃ শেখ ফরিদ, এএসআই মোঃ শাহ সেলিম, এএসআই মোঃ জায়িদ আজিজ, এএসআই মোঃ আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের ডবলমুরিং মডেল থানাধীন ধনিয়ালাপাড়া, ডিটি রোড, পৌর বাণিজ্য বিতান নামক মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এসময় ১টি পাইপগান ও ১ রাউন্ড কার্তুজসহ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত বাবুলের বিরুদ্ধে সিএমপি’র বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।
উক্ত ঘটনায় তার বিরুদ্ধে ডবলমুরিং থানায় মামলা দায়ের করা হয়েছে।