৭১ বাংলাদেশ প্রতিবেদক ঃ২৪ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির মহাসমাবেশ সফল করতে রাজধানীতে বর্ণাঢ্য মিছিল করেছে জাতীয় কৃষক পার্টি।
বৃহস্পতিবার সন্ধ্যায় ব্যান্ড পার্টিসহ জাপার কাকরাইল কার্যালয় থেকে শুরু করে মিছিলটি পল্টন জিরোপয়েন্ট হয়ে বিজয়নগরে গিয়ে শেষ হয়। এসময় সমাবেশ সফল করতে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
মিছিলে সংগঠনের সভাপতি এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা ছাড়াও উপস্থিত ছিলেন দলের সাংগঠনিক সম্পাদক ফখরুল আহসান, অ্যাডভোকেট আবদুল হামিদ ভাসানী, জাপার কেন্দ্রীয় নেতা লিয়াকত হোসেন চাকলাদার, মোস্তফা কামাল, জয়নাল আবেদিন, হুমায়ন কবির শাওন, ছাত্রসমাজের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরু প্রমুখ।
Discussion about this post