৭১ বাংলাদেশ ডেস্কঃ ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার নেপা ইউপির সেজিয়া কলুপোতাপাড়ায় খাস জমির ওপর থাকা ঘরবাড়িকে কেন্দ্র করে ঘরবাড়ি ভাংচুর ও হামলা করার অভিযোগ পাওয়া গেছে। সরজমিনে গিয়ে জানাযায়,গত ৩০ শে জুলাই সকাল ১০ ঘটিকার সময় সেজিয়া কলুপোতাপাড়ার মৃত কিতাব আলির পুত্র নূরবক্স মন্ডলের রান্নাঘর ও গোয়ালঘর ভেঙ্গে রাস্তা বিস্তারের জন্য একই গ্রামের বাড়ির পাশের দাউদ হোসেনের পুত্র খায়রুল হোসেন,আমির হোসেন,টিকারউদ্দীনের পুত্র সিরাজুল,দাউদ হোসেন,এবং মসলেমের পুত্র হান্নান ঘরবাড়ি ভাংচুর ও উচ্ছেদের প্রচেষ্টা চালায় ।এ সময় তাদেরকে বাঁধা দিলে নূরবক্স মন্ডলের স্ত্রী মোছাঃ তাছলিমা খাতুনকে মারপিট করে।এসময় তাছলিমা খাতুনকে আহত অবস্থায় তাঁর স্বামী ও পুত্র দ্রুত উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে নিয়ে যায়।ভুক্তভোগী নূরবক্স মন্ডল আরও বলেন,আমি গত ২০ বছর ধরে সরকারি ৪৬শতকের ভিতর আমার ও আমার স্ত্রীর নামে ৬’শতক খাস জমির ওপর বসবাস করে আসছি,যার মৌজা-সেজিয়া,খতিয়ান নং-১,দাগ নং-১৩২৮ কিন্তুু আমার বাড়ির রান্নাঘর ও গোয়ালঘর ভাংচুর করে আমার বাড়ির পাশের লোকজন রাস্তা নির্মানের জন্য পায়তারা করছে,এমন কি তারা আমাকে হুমকিও দিয়েছে।আমি উর্দ্ধতন কতৃপক্ষের কাছে সুষ্ঠ বিচারের দাবি করছি ও প্রমান স্বরুপ হামলাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করছি।আমি ভিটেহারা ভূমিহীন অসহায়,সরকারি খাস জমির ওপর পরিবার নিয়ে বসবাস করি,আমি হামলাকারিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।সূত্র জানায় এই রিপোর্ট লেখা পর্যন্ত ভুক্তভোগী নূরবক্স মন্ডল থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে।