শাহীন আলম রাজশাহীঃ রাজশাহীর চারঘাটে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আফসানা আলমগীর খান। প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নাজমুল হক। অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর চারঘাট জোনাল অফিসের ব্যবস্থাপক মুক্তার হোসেন,অর্থোপেডিক্স চিকিৎসক ডা. মতিউল ইসলাম, পৌর আওয়ামীলীগের নেতা একরামুল হক, মহিলা কলেজের অধ্যাপক মাহফুজুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক , সাধারন সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।
সভায় ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ এলাকায় সচেতনতা বাড়াতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানানো হয়। সেই
সঙ্গে প্রতিটি অফিস, বাড়ীসহ আশে পাশ পরিস্কার পরিছন্নতা বজায় রেখে জ্বর হওয়ার সঙ্গে সঙ্গে চিকিৎসকদের শরানাপন্ন হতে বিশেষ উদ্যোগ নেয়ার পরামর্শ দেয়া হয়। সভাপতির বক্তব্যে ডা. আফসানা বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রতিটি মানুষকে সচেতন হয়ে বাড়ীর আশে পাশে যাতে
করে পরিস্কার পরিছন্নতা থাকে সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান। তাছাড়া জ্বর হওয়ার সঙ্গে সঙ্গে ডাক্তারের
সরনাপন্ন হতে অনুরোধ জানান। তিনি আরো বলেন, মনে রাখবেন ডেঙ্গু কোন সুয়াচে
রোগ নয়। এটি সচেতনতার অভাবেই হয়। তাই সবার সহযোগিতায় ও সজাগ থেকে এটিকে মোকাবেলা করতে হবে।