মুক্ত মতামতঃউল্টো পথে হাটছে কারা? কোন রাজনৈতিক নেতা গ্রেফতার হলে পদবি পেয়ে থাকেন কারাগারের সামনে হাজার হাজার কর্মী ফুলের মালা দিয়ে স্বাদরে গ্রহন করেন, কিন্তু কোন সাংবাদিক গ্রেফতার হলে তার নামের সাথে লাগিয়ে দেয়া হয় , কথিত অথবা ভুয়া সাংবাদিক কিন্তুু কেন এই ভেদাভেদ? বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বিএসকেপি) কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক মোঃ শেখ সেলিম