পাকিস্তান ঘোষিত কাশ্মীর সংহতি দিবসে বুধবার মোজাফফরাবাদের অ্যাসেম্বলিতে ভাষণ দিবেন তিনি। জানা গেছে, ১৪ আগস্ট কাশ্মীরিদের সঙ্গে সংহতি জানিয়ে স্বাধীনতা দিবস পালনের যে সিদ্ধান্ত নেয়া হয়েছিল, সে উপলক্ষ্যে প্রধানমন্ত্রী ইমরান খান বুধবার আজাদ কাশ্মীর সফর করবেন। এ সময় তিনি আজাদ কাশ্মীরের ন্যাশনাল অ্যাসেম্বলিতে কাশ্মীর সংকট নিয়ে দিকনির্দেশনামূলক বক্তৃতা দেবেন।
কাশ্মীরের স্বায়ত্বশাসন ও বিশেষ মর্যাদা বাতিলের পর পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি (এনএসসি) ১৪ আগস্ট দেশের স্বাধীনতা দিবসে ‘কাশ্মীর সংহতি দিবস’ পালনের সিদ্ধান্ত নেয়।
এছাড়া হিন্দুত্ববাদী বিজেপি সরকার কর্তৃক কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের প্রতিবাদে ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসকে ‘কালো দিবস’ হিসেবে পালন করবে পাকিস্তান।
৭১ বাংলাদেশ ডেস্কঃ