বিশেষ প্রতিনিধিঃনগরীর চান্দগাঁও থানাধীন এলাকার বালতি মার্কেটে তোয়াল তৈরির একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ আগস্ট) বেলা আড়াইটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুুই ইউনিটের দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে বিকাল ৩ টা ৩৫ মিনিটের দিকে আগুন নেভাতে সক্ষম হয়। তবে কারকানা বন্ধ থাকাতে আগুনে তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
আগ্রাবাদ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমে কর্মীরা জানান, ফিরোজ আলীর মালিকানাধীন ১ হাজার ২০০ বর্গফুট আয়তনের সেমিপাকা ভবনে ‘তেরী টেক্সটাইল ফেব্রিক্স’ নামের তোয়ালে তৈরির কারখানাতে আগুনে লাগে। আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি ও উদ্ধার তদন্তাধীন রয়েছে।
ফায়ার সার্ভিস বহদ্দারহাট জোনের উপ-সহকারী পরিচারক ফরিদ আহমেদ চৌধুুরী বলেন, ‘কারখানাটি বন্ধ ছিল। মানুষজন ছিল না। তাই তেমন ক্ষয়ক্ষতি হয়নি। অনেকক্ষণ অপেক্ষা করার পরও মালিককে পাওয়া যায়নি। তবে বিষয়টি তদন্ত করে দেখতে হবে।