বর্তমান দেশের অবস্থা
কবিঃমোঃআবু বকর সিদ্দীক
আমার দেশের জনগন হচ্ছে দিবা নির্যাতন।
কৃষক পাবে স্বল্পমূল্য বলতে গেলেই কারা বরন
শ্রমিক পাবে তুচ্ছ অর্থ যতই করুক আন্দলন।
সত্য কথা বলতে গেলেই হয় যাবো খুন।
কোন দেশে তে বসবাস করছি এখন ভাই।
প্রতিবাদের ভাষা টুকুও মোদের এখন নাই।
জনগন জাগ্গে মরে দেখার কেউতো নাই।
বললে কথা কোনো লোকে করে ফেলে জবাই।
এমন হলে কেমন হবে আমার দেশের অবস্থা।
ছাত্র সমাজ ঐক্য হয়ে করো নতুন ব্যবস্থা।