কবিতাঃপথভ্রষ্ট
কবি মোঃআবু বকর সিদ্দীক
প্রতিদিন সকালে মুসলীম ঘরে ঘরে শুনতাম আল-কোরআন।
আজ কেন শুনা যায়,মূসলীম ঘরে ঘরে ছায়া-ছবির গান?
আমরা ভুলে গিয়াছি আজ নবীজীর আদর্শ।
তাইতো আমরা হয়েছি আজ পথভ্রষ্ট।
চর্তুরদিক থেকে আসে কেন জালিমের অত্যাচার?
নিশ্চয় বিধান ছেড়ে দিয়েছি এক আল্লাহর।
সিংহের মাথায়,আজ কেন লাফায়,ইদুর বাদুর?
ভুলে গিয়াছি জিহাদ ওহুদ বদর।
ছেড়ে দিয়েছি ইসলামের প্রথা সংস্কৃতি
আজ মানি কুপ্রথা কালমার্ক,লেলিনের নীতি।
আবার মোদের জাগতে হবে।
জিহাদ মোদের করতে হবে।
ইসলামী আইন মানতে হবে।
তবেই শান্তি ফিরে আসবে।