বিশেষ প্রতিনিধিঃ ৫-৯-২০১৯ ইং দামপাড়া পুলিশ লাইন্স মাঠে ইস্পাহানি মহানগরী পাইওনিয়র ফুটবল লীগ ২০১৯ এর শুভ উদ্বোধন করা হয়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও সভাপতি, চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থা মোঃ মাহাবুবর রহমান, বিপিএম, পিপিএম ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্পাহানি গ্রুপের চেয়ারম্যানের উপদেষ্টা মিনহাজ উদ্দিন আহমদ।
এসময় উপ-পুলিশ কমিশনার (উত্তর) ও চেয়ারম্যান, ফুটবল কমিটি, চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থা বিজয় বসাক, বিপিএম, পিপিএম, প্রফেসর শায়েস্তা খান, সাধারণ সম্পাদক, চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থা, শামীম আজাদ খোকন, সম্পাদক, ফুটবল কমিটি,
চট্টগ্রাম মহানগরীর ক্রীড়া সংস্থা সহ চট্টগ্রাম মহানগরীর ক্রীড়া সংস্থার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।