৭১ বাংলাদেশ প্রতিবেদকঃবায়তুশ শরফ মজলিসুল ওলামা বাংলাদেশের মহাসচিব আল্লামা মামুনুর রশীদ নূরী বলেছেন, ইসলাম যুগে যুগে তার অনুসারীদের কাছে কুরবানী চায়, কুরবানী ছাড়া আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয় না। তাই ইমাম হোসাইন (রা:) ইব্রাহীমের (আ:) কুরবানীর আধ্যাত্মিক নেতৃত্বের উত্তরাধীকারী হিসেবে সেই আদর্শকে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে জীবন্ত করে দিয়েছেন। তিনি বলেন, ইমাম হোসাইনের ইয়াজীদ বিরোধী অবস্থানের মুল লক্ষ ছিল রাজতন্ত্র ও একনায়কতন্ত্রের অবসান ঘটিয়ে খিলাফত ব্যবস্থার প্রতিষ্ঠা। তিনি ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য দুরাচার ও উচ্ছৃঙখল ইয়াজীদের সাথে আপস না করেই তাঁর এই আত্মত্যাগ মানব ইতিহাসে জীবন্ত আদর্শের সাক্ষর রেখেছে এবং তার পবিত্র খুন পৃথিবীর সকল খোদাদ্রোহী এক নায়েক, স্বৈরাচারীদের অগ্নিশিখা প্রজ্জলিত হয়ে উঠবে।
পবিত্র আশুরা উপলক্ষ্যে চট্টগ্রাম পাঠানটুলী রোড়,নাজির পোল, (কলাবাগান) বায়তুর রিদওয়ান জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ¦ এম এ কাশেমের সভাপতিত্বে অনষ্ঠিত মাহফিলে প্রধান অতিথির আলোচনায় উপরোক্ত কথা বলেন।