হাবিবুল ইসলাম হাবিব:টেকনাফে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে’ ৩জন নিহত হয়েছে। নিহত ব্যাক্তিদের অস্ত্র, মাদক, খুনসহ বিভিন্ন মামলা রয়েছে। এ ঘটনায় ৩ পুলিশ আহত, অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
আহতরা হলেন, এএসআই হাবিব উল্লাহ, কনস্টেবল রাকিবুল ও দেলোয়ার গুরুতর আহত হয়। ঘটনাস্থল থেকে দেশীয় তৈরী ৩টি এলজি, ৬ রাউন্ড তাজা গুলি,৮ রাউন্ড গুলির খালি খোসা উদ্ধার করেছে পুলিশ।
নিহতরা হলেন, উখিয়া বালুখালী ১৭ নাম্বর রোহিঙ্গা বস্তির ফজল আহাম্মদের পুত্র মোঃ জামিল (২০), নবী হোসেনের পুত্র মোঃ আসমত উল্লাহ (২১), আরেকজন বাহারছড়া ইউনিয়নের নতুনপাড়া এলাকার মৃত মোঃ আলীর পুত্র মোঃ রফিক (২৪)। টেকনাফের বাহারছড়া পাহাড়ী এলাকায় ভোর রাতের দিকে এই ঘটনাটি সংঘটিত হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সংঘবদ্ধ এই চক্রকে আটক করা হয়েছে।
তাদের স্বীকারোক্তি মতে স্থানে গেলে উৎপেতে থাকা তাদের একটি চক্র পুলিশকে উদ্দেশ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে সরকারি মালামাল রক্ষা এবং আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি করলে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়