বিশেষ প্রতিনিধিঃফকিরাপুলে অবৈধ ক্যাসিনো চালানোর অভিযোগে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র্যাব) হাতে আটক হয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়া।
বুধবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় র্যাবের হাতে আটক হন খালেদ। এর আগে তার পরিচালিত ফকিরাপুলের ইয়ং মেনস ক্লাবে অভিযান চালিয়ে ১৪২ জনকে আটক করেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত, জব্দ করা হয় বিপুল পরিমাণ মদসহ নেশাজাতীয় দ্রব্য, জুয়া খেলায় ব্যবহৃত প্রায় ২৫ লাখ টাকা।
বিকালে গ্রেফতারের পর রাতে খালেদের টর্চারসেলের অভিযানে যায় র্যাব-৩।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১২ টার পর কমলাপুর রেলস্টেশনের উল্টো দিকে ইস্টার্ন কমলাপুর টাওয়ারে এই অভিযান চালানো হয়।
র্যাব সূত্রে জানা গেছে, টর্চার সেলে নির্যাতনের অনেক ধরনের যন্ত্রপাতি রয়েছে। কেউ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে টর্চার সেলে নিয়ে নির্মম নির্যাতন চালানো হতো। উচ্চ মাত্রায় সুদসহ পাওয়া টাকা আদায় সব ধরনের কাজে ব্যবহার করা হতো এই টর্চার সেল।
র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল শফিউল্লাহ বুলবুল গণমাধ্যমকে বলেন খালেদের টর্চারসেলে যা দেখছি লোম শিউরে ওঠার মতো অবস্থা।’
এর আগে বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে গুলশান-২, ৫৯ নম্বর রোডের ৪ নম্বর বাসা থেকে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক এই খালেদ মাহমুদ ভূঁইয়াকে অস্ত্র ও মাদকসহ গ্রেফতার করেছে র্যাব।