বিশেষ প্রতিবেদকঃস্কুল-কলেজ ফাঁকি দিয়ে আড্ডা দেওয়ারত অবস্থায় ২৬ জন শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে সিআরবি এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানায় কোতোয়ালী থানা পুলিশ। পরে তাদের অভিভাবকদের ডেকে সচেতন করার পাশাপাশি আটককৃতদের ছেড়ে দেয়া হয়।
ওসি মহসিন জানান প্রায়ই দেখা যায় স্কুল চলাকালে শিক্ষার্থীদের একটি অংশ নগরের বিভিন্ন বিনোদন কেন্দ্রে আড্ডা দেয়, ঘোরাফেরা করে। অথচ তাদের অভিভাবকরা জানেন না তাদের সন্তান বিদ্যালয়ে বা কলেজে গেছে কি-না ? স্কুল-কলেজ ফাঁকি দেয়া শিক্ষার্থীরাই পরে বিভিন্ন কিশোর গ্যাংয়ের সদস্য হয়ে উঠছে। এভাবেই বিপথগামী হচ্ছে শিক্ষার্থীরা ।
ওসি মহসিন জানান স্কুল ফাঁকি দিয়ে সিআরবি এলাকায় আড্ডা দেয়া অবস্থায় ২৬ শিক্ষার্থীকে ডেকে নিয়ে তাদের সম্পর্কে নিজ নিজ পরিবারকে জানানো হয়েছে। এসময় তাদের স্কুল-কলেজ ফাঁকি না দিয়ে পড়ালেখায় মনোযোগী হওয়ার উপদেশ দেয়া হয়েছে।